ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শামা ওবায়েদের গাড়িবহরে হামলার ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, মার্চ ৩, ২০২৫
শামা ওবায়েদের গাড়িবহরে হামলার ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার মো. গিয়াস উদ্দিন গিয়াস।

ফরিদপুর: বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের গাড়িবহরে হামলার মামলায় ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন গিয়াসকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই গ্রামের মৃত নাজিমুদ্দিন মাতুব্বরের ছেলে।  

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল জানান, দ্রুত বিচার আইনের একটি মামলায় সোমবার আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।