ঢাকা: গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতারা ইফতার করলেন বৃদ্ধাশ্রমে। মঙ্গলবার (১৮ মার্চ) তারা রাজধানীর আপন ভুবন নামে একটি বৃদ্ধাশ্রমে ইফতার করেন।
ইফতারে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুন, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মিশু আলী সুহাশ, ঢাবি শাখার যুগ্ম সদস্যসচিব নওরিন নাওয়ার ও তানজিনা তাম্মিম হাপসা।
ছিন্নমূল স্বজনহারা মানুষের আশ্রয়স্থল আপন ভুবন বৃদ্ধাশ্রম। কর্তৃপক্ষ জানায়, সেখানে ২৯ জন মা রয়েছেন। তাদের বেশিরভাগই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তাদের দেখাশোনার জন্য চিকিৎসক ও নার্স রয়েছেন।
মুখপাত্র আশরেফা খাতুন বলেন, আমাদের রাজনৈতিক পরিধি এক জায়গায় আটকে না রেখে আমরা মানবিক মূল্যবোধ চর্চা করতে এবং এই সুবিধাবঞ্চিতদের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।
কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মিশু আলী সুহাশ বলেন, নতুন ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে তাদের কাছাকাছি গিয়ে ভালোবাসা আদান-প্রদানের সুযোগ হয়েছে।
যুগ্ম সদস্যসচিব নওরিন নাওয়ার বলেন, আজ আপন ভুবনে এসে জানতে পারলাম, এখানে জুলাই অভ্যুত্থানে আহত এক মা থাকেন। হাত ভাঙা অবস্থায় তাকে আশ্রয় দেওয়া হয়েছে এই বৃদ্ধাশ্রমে।
ঢাবি শাখার যুগ্ম সদস্যসচিব তানজিনা তাম্মিম হাপসা বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে এই ছিন্নমূলদেরও মৌল মানবিক চাহিদা পূরণে সামর্থ্য অনুযায়ী ব্যক্তি ও সরকারের সুদৃষ্টি দেওয়া জরুরি।
বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
আরএইচ