ঢাকা, সোমবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান কারাগারে মো. মিজানুর রহমান রিপন ভূঁইয়া

কিশোরগঞ্জের ভৈরব থানা ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান রিপন ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) কিশোরগঞ্জ আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এর আগে বুধবার (২৬ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করে পুলিশ।

গ্রেপ্তার রিপন ভূঁইয়া ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউপির চেয়ারম্যান ও একই ইউনিয়নের শিমুলকান্দি গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত রমিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।  
তিনি নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর উত্তেজিত কয়েকশ মানুষ বিকেলে ভৈরব থানার মূল ফটক ভাঙচুর করে। এরপর পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে করতে থানার ভেতরে প্রবেশ করে ও থানা ভাঙচুর এবং লুটপাট করে আগুন ধরিয়ে দেয় তারা। এসময় কয়েকটি অস্ত্রও লুট করা হয়। এ ঘটনায় ২০ আগস্ট অজ্ঞাত ১৫ হাজার জনকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এ মামলার আসামি হিসেবে বুধবার রাতে ভৈরবের শিমুলকান্দি এলাকায় নিজ বাড়ি থেকে রিপন ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ।  

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার রিপন ভূঁইয়াকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।