ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার

সাভার (ঢাকা): ঢাকার সাভারে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানাকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া।

এর আগে তাকে গত ২৭ মার্চ ভোরে সাভার উপজেলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের মোহাম্মদ আলী ওরফে আহম্মদ আলীর ছেলে। গ্রেপ্তার সোহেল রানা সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের অনুসারী।

পুলিশ জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনরা বেশ কিছু মামলা করেছেন। এ মামলায় এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা সোহেল রানা। ছাত্র-জনতার গণআন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে দেশের মধ্যেই আত্মগোপনে ছিলেন পলাতক এ ছাত্রলীগ নেতা। গত বৃহস্পতিবার ২৭ মার্চ ভোরে তথ্য প্রযুক্তির সাহায্যে সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাভার উপজেলার একটি ভাড়া বাসা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, সোহেল রানার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আগামী ১১ এপ্রিল তার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা গত ৪ ও ৫ আগস্ট সাভার ও আশুলিয়ার বাইপাইলে জমায়েত হতে থাকেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা। এ হামলায় প্রায় শতাধিক ছাত্র-জনতা নিহত, আহত হন সহস্রাধিক ছাত্র-জনতা।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।