ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ছাত্র-জনতা হত্যা মামলায় আ.লীগ কর্মী গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪১, এপ্রিল ৮, ২০২৫
ছাত্র-জনতা হত্যা মামলায় আ.লীগ কর্মী গ্রেপ্তার গ্রেপ্তার মো. মুলামদি মণ্ডল

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি মো. মুলামদি মণ্ডলকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল জুয়েল মিয়া এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৭ এপ্রিল) রাতে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।  

গ্রেপ্তার মুলামদি আশুলিয়ার চানগাঁও এলাকার মৃত জুম্মত মণ্ডল ওরফে জোলা মণ্ডলের ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।  

পুলিশ জানায়, গত জুলাই-আগস্টের আন্দোলনে সাভার-আশুলিয়ায় ছাত্রজনতার ওপর হামলা ও গুলি করে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং তাদের দোসররা। এ ঘটনায় প্রায় শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে তাদের পরিবারের সদস্যরা হত্যা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় মুলামদিকে সোমবার রাতে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।  

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বাংলানিউজকে বলেন, সোমবার রাতে মুলামদিকে গ্রেপ্তার করে সাভার মডেল থানায় আনা হয়েছিল। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা মামলা রয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) কামাল হোসেন বলেন, মুলামদিকে মঙ্গলবার অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।