নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সোহেল আনসারীকে (৪০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার মিরপুরের পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগের একটি দল।
গ্রেপ্তার সোহেল ছাত্রলীগের টাঙ্গাইলের করোটিয়ার সরকারি সাদত কলেজের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিতে করতে ঢাকায় এসেছেন বলে জিজ্ঞাসাবাদের জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
এসসি/এসআরএস