ফেনী: আসছে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ফেনীতে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৯ এপ্রিল) জেলার দাগনভূঞা উপজেলার আতাতুর্ক মডেল হাই স্কুল অডিটরিয়ামে ওই অঞ্চলের ভোট কেন্দ্র কমিটির প্রতিনিধিদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দলটির ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ও ফেনী-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক।
বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক আবু ইউসুফ,জেলা কর্মপরিষদ সদস্য ও আসন কমিটির সদস্য সচিব আবু বকর ছিদ্দিক মানিক।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় উপজেলা জামায়াতের সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা এ এস এম নুরুন নবী দুলাল,উপজেলা সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারি ও পৌর সেক্রেটারি এ,এস,এম কামারুজ্জমান।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এসএইচডি/জেএইচ