ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

ফ্যাসিবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে রাশিয়ার পথে প্রিন্স-তারিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
ফ্যাসিবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে রাশিয়ার পথে প্রিন্স-তারিক রুহিন হোসেন প্রিন্স ও হাসান তারিক চৌধুরী।

ঢাকা: রাশিয়ার মস্কোতে অনুষ্ঠেয় ফ্যাসিবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী মস্কোর পথে রওয়ানা করেছেন।

সোমবার (২১ এপ্রিল) রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা মস্কোর পথে যাত্রা শুরু করেন।

আগামী ২২ থেকে ২৫ এপ্রিল রাশিয়ার মস্কোতে ফ্যাসিবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী এবং রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক লেনিনের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি এই ফ্যাসিবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

এ সময় নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে নিহতের প্রতি ও লেনিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ঐতিহাসিক রেভ সংস্কারে।

সম্মেলনে সারা দুনিয়ার শতাধিক দেশের কমিউনিস্ট, বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগদান করবেন বলে জানা যায়।

সম্মেলনে নেতারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সিপিবির অংশগ্রহণ এবং এ সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পর্কে বক্তব্য দেবেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।