ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কোনো যদি কিন্তু অথবা নেই, আ. লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, মে ২, ২০২৫
কোনো যদি কিন্তু অথবা নেই, আ. লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ ফাইল ফটো

ঢাকা: কোনো যদি কিন্তু অথবা নেই, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জাতিয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা ও বিচারের দাবিতে অনুষ্ঠিত সমাবেশ থেকে তিনি এ কথা বলেন।

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোন দাবি করছি না। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো যদি কিন্তু অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।  

তিনি তার বক্তব্য শেষে ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেন।  

সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।

সমাবেশ শুরুর আগে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছোটবড় অসংখ্য ছাত্র জনতা মিছিল নিয়ে এনসিপির সমাবেশ অংশগ্রহণ করতে দেখা যায়। বিক্ষোভ সমাবেশ জুলাই অভ্যুত্থানে আহতরাও অংশগ্রহণ করেন।

আরকেআর/ এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।