ঢাকা: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পত্যাগের দাবিতে এবার আন্দোলন শুরু করেছেন ইশরাক সমর্থক ও বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ২২ মে) ইশরাকের শপথের বাধা নেই আদলতের রায়ের ঘোষনার সঙ্গে কাকরাইল মসজিদের সামনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন আন্দোলনকারীরা
গতকাল বুধবার (২১ মে) রাতে কাকরাইলে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে ইশরাক হোসেন ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেন।
বিএনপি নেতা মনির হোসেন বলেন, স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার টালবাহানায় আমাদের এ শপথ দেরি হয়েছে। তিনি এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন। এখন তার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। এ উপদেষ্টার পদ ছেড়ে তাদের দল এনসিপি যোগদান করে কাজ করা উচিত। আসিফ স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরা দুর্বার আন্দোলনে যাবো হলে হুঁশিয়ারি দেন এ নেতা।
রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে কাকরাইল মোড়ে এসে জমায়েত হচ্ছেন নেতাকর্মীরা। "চলছে লড়াই চলছে, ইশরাক ভাই লড়বে","আসিফের পদত্যাগ চাই,""এক দফা এক দাবি আসিফের পদত্যাগ" সহ নানা স্লোগানে উত্তাল কাকরাইল মোড় এলাকা।
সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাস্তাগুলো বন্ধ করে দেওয়ায় যানজটের ভোগান্তিতে রাজধানীবাসী।
জেএইচ