ঢাকা: পতিত ফ্যাসিবাদের আমলে ছাত্রশিবির ট্যাগ দিয়ে সাধারণ ছাত্রদের ওপর অত্যাচার, নিপীড়ন, খুন চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং আহত জুলাইযোদ্ধা এস এম মোস্তাফিজুর রহমান।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের কিছুই করার ক্ষমতা নেই যদি আল্লাহ তায়ালা আমাদের উত্তম সাহায্যকারী না হন। আল্লাহ যথেষ্ট আমাদের জন্য সাহায্যকারী হিসেবে, আল্লাহই যথেষ্ট আমাদের জন্য অভিভাবক হিসেবে। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সাহায্যকারী হয়েছিলেন, অভিভাবক হয়েছিলেন। তাই চব্বিশের জুলাইয়ের আন্দোলন সফল করতে পেরেছি। আল্লাহর ক্ষমতা ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই।
গত জুলাইয়ে ইন্টারনেট শাটডাউনের সময় দেশজুড়ে গণহত্যার কথা স্মরণ করে তিনি বলেন, প্রতিটা জায়গায় বলা হয়েছিল ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে।
‘শিবির সন্দেহে’ সনাতন ধর্মাবলম্বী বিশ্বজিৎ দাসকে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছিল উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, শিবির করা কোনো অপরাধ না। কোনো রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোনো অপরাধ না। শিবির ট্যাগ দিয়ে সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের ওপর অত্যাচার, নিপীড়ন, খুন চালানো হয়েছে প্রতিটা বছর।
ইএসএস/এইচএ/