ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

রাজনীতি

অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন কর্নেল অলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, জুলাই ২৬, ২০২৫
অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির-এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ তার স্ত্রী সাবেক এমপি মমতাজ অলির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শনিবার (২৬ জুলাই) অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দীন রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. কর্নেল অলি আহমদ স্ব পরিবারে গত ১৯ জুলাই চট্টগ্রাম এবং রাঙামাটি সফরে যান। ২০ জুলাই আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে মমতাজ অলি একটি স্পিডবোটে উঠার পর পা স্লিপ করে পড়ে যান এবং গুরুতর আহন হন।  

চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে ওই রাতেই থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ জুলাই দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দীর্ঘ ৫ ঘণ্টা অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ড. কর্নেল অলি আহমদ স্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

টিএ/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।