ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

নিজামী, মুজাহিদ, সাঈদীর সঙ্গে রিমান্ডে সদাচরণ করতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৯, জুলাই ১৫, ২০১০
নিজামী, মুজাহিদ, সাঈদীর সঙ্গে রিমান্ডে সদাচরণ করতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা: উত্তরা থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে শুক্রবার থেকে তিন দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে।

রিমান্ডে তাদের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন হাইকো।



বিচারপতি দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

রিমান্ডে তিন জামায়াত নেতার সঙ্গে সুপ্রিম কোর্টের দেওয়া বিধিমালা অনুসরণ করতে পুলিশকে নির্দেশ দেন আদালত।

রিমান্ডের সময় আসামির সঙ্গে ভদ্রোচিত ব্যবহার, যে কোনও চিকিৎসকের পরামর্শ, আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ, স্বচ্ছ কাচের ঘরে জিজ্ঞাসাবাদ ও যখন তখন জিজ্ঞাসাবাদ শুরু না করার কথা বলা হয়েছে এ বিধিমালায়।

বাংলাদেশ সময় ১৭১৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।