ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

কটূক্তি বন্ধ করলেই কেবল সভা-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, জানুয়ারি ৮, ২০১৫
কটূক্তি বন্ধ করলেই কেবল সভা-সমাবেশ আইনমন্ত্রী আনিসুল হক

ঢাকা: বঙ্গবন্ধুর বিরুদ্ধে কট‍ূক্তি বন্ধ করলেই বিএনপিকে সভা-সমাবেশ করতে দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে সরকারি তিতুমীর কলেজের আবাসিক ছাত্রদের মাঝে আসবাবপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।



আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কটূক্তিপূর্ণ বক্তব্য বন্ধ করতে হবে। অন্যতায় তাদের (বিএনপি) মিটিং-মিছিল করতে দেওয়া হবে না।

ষড়যন্ত্রকারীদের রুখতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলা মানে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলা। আর আমরা এ স্বাধীনতাকে বিকিয়ে দিতে পারি না।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।