ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

ফের আসছেন বি. চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, জানুয়ারি ৮, ২০১৫
ফের আসছেন বি. চৌধুরী বি চৌধুরী

ঢাকা: ফের আসছেন বি. চৌধুরী। গত ৩ জানুয়ারি গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘অবরুদ্ধ’ হয়ে পড়ার পর ৪ তারিখ একবার এসেছিলেন বিকল্পধারা প্রেসিডেন্ট।

কিন্তু ওই দিন ‍তাকে খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশের অনুমতি দেয়নি পুলিশ।

মাঝে তিন দিন বিরতি দিয়ে বৃহস্পতিবার বিকেলে ফের তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসছেন বলে নিশ্চিত করেছে তারই ঘনিষ্ঠ সূত্র।

সূত্রমতে, বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিবের দায়িত্ব পালনকারী বি চৌধুরী একজন চিকিৎসকও বটে। তাই দলের নেতাকর্মীরা চাইছেন তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করুক।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।