ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

হরতাল-অবরোধের বিকল্প কর্মসূচি দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, জানুয়ারি ৮, ২০১৫
হরতাল-অবরোধের বিকল্প কর্মসূচি দেওয়ার দাবি

ঢাকা: হরতাল, অবরোধের বিকল্প কর্মসূচি দেওয়ার দাবি জানিয়েছে ন্যাপ ভাসানী।
 
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।


 
মানববন্ধনে দলটির সভাপতি মোসতাক হোসেন ভাসানী বলেন, জনজীবনে শান্তি ফিরিয়ে আনতে হরতাল, অবরোধের পরিবর্তে শান্তিপূর্ণ কর্মসূচি দিতে হবে। জনগণ এখন আর ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না। তারা রক্তপাত চায় না।
 
তিনি বলেন, দেশে যখন হরতাল-অবরোধের আগুন জ্বলছে, তখন ‘নিরো’ লন্ডনে বসে বাঁশি বাজাচ্ছে। এসব চলতে দেওয়া যাবে না।
 
এ সময় তিনি দেশবাসীকে এ ধরনের কর্মসূচি প্রতিহত করারও আহ্বান জানান।

মানববন্ধনে কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, জাহিদুল ইসলাম, জাকির মোল্লাসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।