ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন আ’লীগ নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, জানুয়ারি ৮, ২০১৫
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন আ’লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: ঢাকায় অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দেখা করতে যাচ্ছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় সরকারি বাসভবন গণভবনে তাদের সঙ্গে দেখা করার সময় দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

দলের দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য ‍নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এসময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

এছাড়াও আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় জনসভার প্রস্তুতির বিষয়েও আলোচনা হবে।

এ বিষয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বাংলানিউজকে বলেন, আসলে এটি ঠিক বৈঠক নয়। আমরা সভাপতির সঙ্গে দেখা করতে চেয়েছি, তিনি সন্ধ্যায় সময় দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।