ঢাকা: গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শুক্রবার (২৮ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
সাইফুল হক বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ব্যাপারে সরকার যে গণশুনানির আয়োজন করেছিল সেখানেও মূল্যবৃদ্ধির পক্ষে কোনো মতামত আসেনি। সুতরাং গণরায়কে উপেক্ষা করে সরকারের নেওয়া এ সিদ্ধান্ত জনগণ কোনো ভাবেই মানবে না।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম যেখানে তিন ভাগের এক ভাগে নেমে এসেছে সেখানে বাংলাদেশে জ্বালানির দাম বাড়িয়ে জনগণের দুর্দশা বাড়িয়ে দেওয়া হচ্ছে।
বিবৃতিতে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
এসইউজে/এসইউ