ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণবিরোধী বলেই সরকার গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
গণবিরোধী বলেই সরকার গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে

ঢাকা: দেশি-বিদেশি লুটেরাগোষ্ঠীর স্বার্থ রক্ষায় সরকার গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে বলে অভিমত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়ার।

শনিবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে তারা এ দাবি জানান।



গণবিরোধী বলেই সরকার গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে এমন দাবি করে তারা বলেন, দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা না করে গণবিরোধী যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার কারণে দেশের অর্থনীতিতে কুপ্রভাব পড়বে। রফতানি আয় কমে যাবে। গণশুনানির ৬ মাস পর সরকারের এ সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক, অনৈতিক ও বেআইনি।

নেতারা দেশের সব রাজনৈতিক দল, শ্রেণি-পেশার মানুষকে সরকারের বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির মতো গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে, প্রয়োজনে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।