ঢাকা: দলের সবাইকে আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে আমাদের বিজয় নিশ্চিত।
জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিকেলে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। মহিলা শ্রমিক লীগ এ স্মরণ সভার আয়োজন করে।
এ বছর জাতীয় শোক দিবস উপলক্ষে ৪০ দিন ব্যাপী চলমান কর্মসূচিতে অংশ নিয়ে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে বার বার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আসছেন। শনিবার মহিলা শ্রমিক লীগের স্মরণ সভাতেও তার পুনরাবৃত্তি হয়।
এ সময় তিনি বার কাউন্সিলের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের বিজয়ের প্রসঙ্গ উল্লেখ করে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সৈয়দ আশরাফ বলেন, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে আমাদের আইনজীবীরা ঐক্যবদ্ধ থাকার কারণে এবার নির্বাচনে আমরা দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করেছি। এর আগে আওয়ামী আইনজীবীরা ঐক্যবদ্ধ না থাকার কারণে দুই বার আমরা পরাজিত হয়েছি। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়ক। তিনি না হলে বাংলাদেশ সষ্টি হতো না।
স্মরণ সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে আমাদের পথ চলতে হবে। স্বাধীনতার পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারলেই বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নেয়া হবে।
এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন মহিলা শ্রমিক লীগের সভাপতি রওশন জাহান সাথী। সভাপতির বক্তব্যে রওশন জাহান সাথী বলেন, বঙ্গবন্ধুর সর্ব শেষ খুনিকেও গ্রেফতার করে ফাঁসির দাবি জানাই আমরা।
স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার ভুইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এসকে/আরআই