ঢাকা বিশ্ববিদ্যালয়: বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান দায়ী অভিযোগ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যখন খন্দকার মোস্তাকরা বঙ্গবন্ধুকে হত্যা করবে বলে ষড়যন্ত্র শুরু করে তখন জিয়া তাদেরকে বলেছিলো, সামনে এগিয়ে যাও, আমি সঙ্গে আছি।
বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষীদের কাছ থেকে তিনি এসব তথ্য জানতে পেরেছেন বলে শনিবার (২৯ অাগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন।
‘মাস্টার দা’ সুর্যসেন হল মিলনায়তনে হল শাখা ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের এ আলোচনায় তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা তাদের জিঘাংসা চরিতার্থ করার জন্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বিএনপিকে জঙ্গিদের দল উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যা দিবসে খালেদা জিয়া জন্মদিন পালন করেন। আর ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারা যদি শেখ হাসিনাকে হত্যা করতে পারতো তাহলে তারেক জিয়া জন্মদিন পালন করতো।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে তারা বাঙালির চেতনা, মূল্যবোধকে ধ্বংস করে দিতে চেয়েছিলো। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ অমর। তার স্বপ্নের সোনার বাংলাদেশ তার কন্যা শেখ হাসিনার মাধ্যমে রূপায়িত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
ছাত্রলীগের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, ছাত্রলীগ বাংলাদেশ আওয়াম লীগ থেকে পুরনো সংগঠন। এই সংগঠনকে তার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ অনেকে।
সুর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিক সুজনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন হল শাখা সভাপতি মোবারক হোসেন।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এসএ/জেডএস