ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুই মামলায় আব্বাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
দুই মামলায় আব্বাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন মির্জা আব্বাস

ঢাকা: নাশকতার অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় মির্জা আব্বাসসহ ৩৯ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ চার্জ গঠন করেন।

২০১০ সালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর থানায় এই দুই মামলা করা হয়েছিল।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হেমায়েত উদ্দিন খান হিরন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মামলা দু’টির চার্জ শুনানির সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালতে তার পক্ষে আইনজীবী সময়ের আবেদন করেন। তবে বিচারক তা নাকচ করে মির্জা আব্বাসসহ বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এমআই/এটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।