ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শোক র‌্যালি থেকে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের বিচার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
শোক র‌্যালি থেকে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের বিচার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধুর পলিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা এবং শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার অঙ্গীকারের মধ্য দিয়ে শোক র‌্যালি কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার কালো ব্যানার ও কালো পতাকা হাতে এই শোক র‌্যালিতে অংশ নেয় হাজার হাজার নেতাকর্মী।



বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারীদেরও বিচারের দাবি উঠে এই র‌্যালি থেকে।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনের সামনে থেকে বের হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয় শোক র‌্যালিটি।

অংশ নেন আওয়ামী লীগ ও এর সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

জাতীয় শোক দিবস উপলক্ষে এবার ৪০ দিনব্যাপী শোকের কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। ১ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩০ আগস্ট) অনুষ্ঠিত হয় শোক র‌্যালিটি।

র‌্যালিতে অংশ নিতে বিকেল ৩টা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সামনে এসে সমবেত হতে থাকেন।

বিকেল ৪টার মধ্যেই লোকে লোকারণ্য হয়ে পড়ে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সামনের রাস্তা।

র‌্যালি শুরুর আগে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে। কিন্তু সব খুনিদের ফাঁসি হয়নি। যারা বিদেশে পালিয়ে আছে তাদের ফিরিয়ে এনে বিচার করে ফাঁসি দিতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, যারা এখনও পকিস্তানের ধ্যান ধারণা পোষণ করে সেই বিএনপি-জামায়াতের যত দিন কবর রচনা না হবে তত দিন সোনার বাংলা বাস্তবায়ন দুরূহ। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতকে উৎখাত করতে হবে এটাই আমাদের আজকে দিনের শপথ।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বার বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। খালেদা জিয়া ও তার ছেলে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। যারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায় ঐক্যবদ্ধ থেকে তাদের প্রতিহত করতে হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যারা বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী তাদের এখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগের শেখ বজলুর রহমান, মুকুল চৌধুরী, শাহে আলম মুরাদ, একেএম রহমতউল্লাহ, আওলাদ হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে বিকেল পৌনে ৫টার দিকে র‌্যালি শুরু হয়। র‌্যালিতে ছিলো শোকের আবহ। র‌্যালিতে কোনো স্লোগান দেয়া হয়নি। অংশগ্রহণকারীদের হাতে হাতে ছিলো কালো পতাকা।

কাঁটাবন, এ্যালিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি মোড়, কলাবাগান হয়ে সন্ধ্যা ছয়টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয় ৠালিটি।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এসকে/আরআই

** আ’লীগের শোক র‌্যালি শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।