ঢাকা: দুদকের দায়ের করা দুর্নীতির এক মামলায় জয়নাল হাজারীকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে নতুন করে হাইকোর্টে আপিল শুনানির নির্দেশও দেওয়া হয়েছে।
দুদকের আবেদন মঞ্জুর করে সোমবার (৩১ আগস্ট) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
জ্ঞাত আয়-বহির্ভূত ১ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা অর্জনের দায়ে ২০০৮ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত জয়নাল হাজারীকে ১০ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানা করেন।
এ রায়ের বিরুদ্ধে জয়নাল হাজারী আপিল করলে ২০১১ সালের ৫ ডিসেম্বর তাকে খালাস দেন হাইকোর্ট।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
ইএস/এএসআর