ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগের আয় ৯ কোটি, ব্যয় সাড়ে ৩ কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আ’লীগের আয় ৯ কোটি, ব্যয় সাড়ে ৩ কোটি

ঢাকা: বিগত বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় হয়েছে ৯ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা, আর ব্যয় হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা।

সোমবার (৩১ আগস্ট) দুপুর পৌনে ১টায় আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলামের কাছে ‍আয়-ব্যয়ের এ হিসাব জমা দেয়।



প্রতিনিধি দলে ছিলেন দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার ও আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন খালিদ।

হিসাব জমা দেওয়ার পর আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, আমাদের এ আয় হয়েছে প্রাথমিক সদস্যদের চাঁদা, এমপিদের চাঁদা, সেন্ট্রাল কমিটির সদস্যের চাঁদা ও বিভিন্ন প্রকাশনা বিক্রি থেকে। আর ব্যয় হয়েছে সভা-সেমিনার আয়োজন, সারাদেশের পার্টি অফিসের পরিসেবা, বিল, অফিসের কর্মচারীদের বেতন এবং অঙ্গ সংগঠনের পেছনে খরচসহ বিভিন্ন খাতে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
ইইউডি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।