ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ।
দুদকের দায়ের করা আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সোমবার (৩১ আগস্ট) এ রায় দেন।
ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন সৈয়দ মামুন মাহবুব।
৫ কোটি ৯৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে মামলা করে দুদক।
এই মামলার বৈধতার প্রশ্নে মির্জা আব্বাস হাইকোর্টে আবেদন করলে মামলাটি বাতিল করে দেন হাইকোর্ট।
পরে দুদক আপিলে আবেদন করলে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেন।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ৩১,২০১৫
ইএস/জেডএস