ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাধার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাধার অভিযোগ আসাদুজ্জামান রিপন / ফাইল ফটো

ঢাকা: দেশজুড়ে বিএনপি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সরকারি দলের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।



রিপন বলেন, দেশের ৫০টিরও বেশি জেলা থেকে বিভিন্নভাবে বাধা দেওয়ার খবর পেয়েছি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আলোচনা সভা হবে বলে তিনি জানান।

শাবিপ্রবিতে শিক্ষকদের উপর হামলার বিষয়ে তিনি বলেন, আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। শাসক দলের ছাত্র নামধারী গুণ্ডাদের এমন আচরণে দেশের সম্মান নষ্ট হচ্ছে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইনু এখনও পুরোনো কার্ডই খেলে যাচ্ছেন, তাকে নতুন কার্ড খেলতে হবে। যারা বঙ্গবন্ধু হত্যার অনুঘটকের দায়িত্ব পালন করেছেন, তারাই আজ মন্ত্রিসভার দায়িত্বে। এটি দুঃখজনক।

সংবাদ সম্মেলনে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এজেডকে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।