নাটোর: নাটোর জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুককদার দুলুসহ ৭৫ নেতাকর্মীর নামে যুবলীগের মিছিলে গুলি, হত্যা প্রচেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার অভিযোগে নাটোর সদর থানায় দু’টি মামলা হয়েছে।
শনিবার শহরের তেবাড়িয়া এলাকায় যুবলীগের মিছিলে গুলিতে আহত নাজমুলের ভাই নাজিমুদ্দিন ও মাথায় গুলিবিদ্ধ রাজীবের আত্মীয় কামরুল ইসলাম পৃথক মামলা দু’টি দায়ের করেন।
মামলা দু’টির তদন্তকারী কর্মকর্তা আইও হলেন আবু সাদাত ও সুখময় দেবনাথ।
মামলা দু’টিতে দুলু ছাড়াও আসামি করা হয়েছে-নাটোর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন দুলাল ব্যাপারী, জেলা যুবদল সভাপতি আফতাব উদ্দিন, নাটোর নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজছাত্র সংসদের সাবেক ভিপি ছাত্রদল নেতা তুষার, দুলুর ব্যক্তিগত সহকারী শফিউদ্দিন হুজুরসহ ৭৫ নেতাকর্মী।
এদিকে সোমবার নাটোরের জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট এনামুল হক বসুনিয়ার আদালতে গুলিবর্ষণের ঘটনায় আটক যুবদল নেতা আফতাবসহ নয় নেতাকর্মীর জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন।
আদালত পুলিশ পরিদর্শক আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে শনিবারে যুবলীগের মিছিলে গুলিবর্ষণের ঘটনায় নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিঠি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম, ডিআই সদর আব্দুর রাজ্জাক ও নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আরএ