ঢাকা: নাশকতার অভিযোগ দায়ের হওয়া চার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৩১ আগস্ট) বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।
সরকারবিরোধী আন্দোলনের সময় চলতি বছরের শুরুতে নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় দু’টি এবং ওয়ারি থানায় পুলিশের করা দুই মামলায় সোমবার আমানকে জামিন দেন হাইকোর্ট।
এর আগে এসব মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন আমান। বিচারিক আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপির কারাবন্দি এ নেতার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ৩১,২০১৫
ইএস/এমএ