ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (আব.) হান্নান শাহ্ বলেছেন, মন্ত্রিদের গাফলতির কারণে রাজধানী ঢাকা ক্রমাগত ডুবছে। ঢাকার মতো আওয়ামী লীগ সরকারও ডুববে।
বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল আয়োজিত 'বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় নেতাদের মুক্তির' দাবিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হান্নান শাহ্ বলেন, বিএনপি সাতবছর ক্ষমতায় নেই। বর্তমানে যে সব মন্ত্রী দায়িত্বে রয়েছেন, তাদের গাফলতিতে ঢাকা ক্রমাগত পানিতে তলিয়ে যাচ্ছে।
প্রবাসীদের কল্যাণে সরকার ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, বিদেশে শ্রমবাজার বন্ধ হচ্ছে সরকারের গাফিলতিতে। আর সেই বন্ধ শ্রমবাজার চালু করতে এবং নতুন শ্রমবাজার খুলতে সরকার ব্যর্থ।
অন্য সব ব্যর্থতার মতো শ্রমবাজারের ব্যর্থতার দায় নিয়ে যত শিগগির অবৈধ সরকার পদত্যাগ করবে, ততই দেশ ও জাতির মঙ্গল বলে মন্তব্য করেন বিএনপি নেতা এম এ হান্নান শাহ।
বিএনপির পুনর্গঠন বিষয়ে স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আগামী দিনের আন্দোলনকে আরো জোরালো করার লক্ষ্যে দলকে ঢেলে সাজানো হচ্ছে। আর এখানে ত্যাগী ও পরিশ্রমী নেতারাই প্রাধান্য পাবেন।
তিনি বলেন, বিগত দিনের মতো কমিটি গঠনে আর তদবির করে কেউ পদ পাবেন না।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
আরইউ/এফবি/এবি