সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করবেন না বলে ঘোষণা দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।
অথচ কয়েকদিন আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে রঙ্গিন শাড়ি পড়ে কেক কেটে উৎসব করেছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশনের মুক্তির সোপান চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা কৃষকলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
তিনি এসময় আরও বলেন, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তারপরও শোক দিবসকে সম্মান জানাতে কোনো উৎসব করা হয়নি ভারতীয় হাইকমিশনারের কার্যালয়ে। অথচ আমার দেশের নেত্রী হয়ে তিনি কেক কেটে উৎসব করেন।
বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, সাত বছরে শেখ হাসিনার সরকার বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে, কৃষক সার পাচ্ছে, পানি পাচ্ছে। গ্রামেগঞ্জে চিকিৎসক দেওয়া হয়েছে, প্রতি বছর ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। এছাড়া বিনা রক্তপাতে ছিটমহল ও মায়ানমারের কাছে সমুদ্রসীমা উদ্ধার করা হয়েছে।
মিথ্যা অজুহাতে পদ্মাসেতুর অর্থায়ন বন্ধ করেছে যে বিশ্বব্যাংক, আজ তারাই শেখ হাসিনার সরকারের নেতৃত্বে বাংলাদেশ নিম্নমধ্য আয়ের দেশে পরিণত হয়েছে বলে ঘোষণা দিয়েছে।
এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি রফি খন্দকার। এতে আরও বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজুল ইসলাম খান, বিমল কুমার দাস, অ্যাডভোকেট আব্দুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এসআই