ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আইআরআই’র প্রতিবেদন সাংঘর্ষিক: বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
আইআরআই’র প্রতিবেদন সাংঘর্ষিক: বিএনপি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রকাশিত প্রতিবেদনের ফলাফল সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে বিএনপি।
 
প্রতিবেদনের ফলাফল অনুযায়ী যদি প্রধানমন্ত্রী ও সরকারের জনপ্রিয়তা বাড়ে তাহলে দ্রুত একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।


 
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
 
জরিপ সাংঘর্ষিক উল্লেখ করে রিপন বলেন, জরিপ পুরোপুরি সাংঘর্ষিক। জরিপের প্রশ্ন ও উত্তরের মধ্যে সংঘাত রয়েছে। এ ধরনের জরিপ রাজনীতিকে প্রভাবিত করে না।
 
জরিপ বিষয়ে রিপন বলেন, জরিপে দেশের প্রায় আড়াই হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও দ্রুত নির্বাচন চেয়েছেন।
 
জরিপের মাধ্যমে দেশের জনগণ তত্ত্বাবধায়কের সরকারের অধীনে দ্রুত নির্বাচন চায় বলে আবারো তা প্রমাণিত হল বলেও মন্তব্য করেন রিপন।
 
প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে- জরিপে উঠে আসা এ বিষয়টির কোনো গ্রহণযোগ্যতা নেই বলে মনে করেন রিপন।
 
তিনি বলেন, জনপ্রিয়তা যাচাইয়ের মানদণ্ড হল, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এ নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রমাণ করবে, সত্যিই তাদের জনপ্রিয়তা বেড়েছে কি-না।
 
সরকার যদি এ জরিপের ফলাফল গ্রহণ করে তাহলে তো তাদের হেরে যাওয়ার কারণ নেই। ভয় না থাকলে সে পরীক্ষায় অবতীর্ণ হতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
 
প্রতিবেদনে জনগণ বলেছে, দেশ সঠিকভাবে চলছে না। দেশ পরিচালনার দায়িত্ব সরকারের। দেশ সঠিকভাবে না চললে জনপ্রিয়তা বাড়ে কি করে- প্রশ্ন রিপনের।
 
জরিপকারী প্রতিষ্ঠান বিষয়ে রিপন বলেন, প্রতিষ্ঠানটি ২০১২ সালে বাংলাদেশের দু’টি প্রথম শ্রেণীর দৈনিকের সহায়তায় জরিপ করে বলেছে, সঠিক নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। দেশে ভোটারবিহীন ও সুষ্ঠু নির্বাচন না হওয়া সত্ত্বেও একই প্রতিষ্ঠান কিভাবে বলে, প্রধানমন্ত্রী ও সরকারের জনপ্রিয়তা বেড়েছে?
 
জরিপে অংশগ্রহণকারীরা তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন ব্যবস্থা চেয়েছেন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা যে সরকার বা প্রধানমন্ত্রী বাতিল করে দিলেন তার জনপ্রিয়তা বাড়ে কি করে বলেও প্রশ্ন করেন রিপন।
 
যে সরকারের শাসনামলে দখল, লুটপাট, গুম, ধর্ষণ, দ্রব্যমূল্যে উর্ধ্বগতি, সুশাসন না থাকে সে সরকারের জনপ্রিয়তা বাড়ে কি করে প্রশ্ন তার।
 
জরিপ বিষয়ে এক প্রশ্নের জবাবে রিপন বলেন, জরিপে অংশগ্রহণকারীরা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচন চান। আবার তারাই বলেছেন, সরকারের জনপ্রিয়তা বেড়েছে। চিত্রটি প্রমাণ করে, গবেষণার ফলাফল সাংঘর্ষিক। সরকার জরিপ গ্রহণ করলে নির্বাচনী পরীক্ষায় অবতীর্ণ হোক।
 
বিএনপিতে এ গবেষণায় কোনো প্রভাব পড়বে না কি-না এমন প্রশ্নে রিপন বলেন, বিএনপি কর্মী-সমর্থনকরা রাজনৈতিকভাবে খুবই বিশ্বাসী, প্রতিশ্রুতিবদ্ধ।
 
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
আরইউ/ এনএইচএফ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।