ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহী মহানগর আ.লীগের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
রাজশাহী মহানগর আ.লীগের সংবাদ সম্মেলন

রাজশাহী: রাজশাহী জেলা আওয়ামী লীগের পর এবার ‘গণতান্ত্রিক অংশগ্রহণ ও সাংগঠনিক অগ্রগতি’ নিয়ে সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে মিয়াপাড়ায় অবস্থিত রাজশাহী সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বর্তমান সময়ে আওয়ামী লীগ যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক কাউন্সিল হওয়ায় আজ সবাই ঐক্যবদ্ধ হতে পেরেছে।

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরেন।

মহানগরীর ৩৭টি ওয়ার্ড, ৫টি থানার কাউন্সিল এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এছাড়াও রাজশাহী মহানগর আওয়ামী লীগের তত্ত্বাবধানে নারী নেত্রীদের ছয় সদস্যের গ্রুপ তৈরি করা হয়েছে। তারা দলকে সংগঠিত করার জন্য তৃণমূল পর্যায়ে কাজ করছে।

সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মীর ইকবাল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাবেক যুগ্ম সম্পাদক নওশের আলী, সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শুক্রবার (০৪ আগস্ট) একই স্থানে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরে জেলা আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।