বগুড়া: গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের নবাববাড়ী রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ভোটারবিহীন এই সরকারের পায়ের নিচে মাটি নেই। তাই বর্তমান সরকার দেশের মানুষের কাছে দায়বদ্ধ নয়। ফলে সরকার একের পর এক সব জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে।
এরই ধারাবাহিকতায় সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। এতে করে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে গেছে। জনগণের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে।
বক্তারা অবিলম্বে সরকারকে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। নইলে দেশের জনগণকে নিয়ে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এমবিএইচ/বিএস