জয়পুরহাট: দেশ টিভি ও দৈনিক করতোয়ার জয়পুরহাট প্রতিনিধি সাংবাদিক মোস্তাকিম ফাররোখকে লাঞ্ছিত ও অপহরণ চেষ্টাকারী ছাত্রলীগের সেই আট নেতাকে বহিষ্কার করার সুপারিশ কেন্দ্রে পাঠিয়েছে জেলা কমিটি।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজার সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয় কমিটি।
তাদের মধ্যে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। তারা হলেন- জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজু, কার্যনির্বাহী সদস্য অপু ও জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা মিলন হোসেন।
এছাড়াও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন, জয়পুরহাট সরকারি কলেজের জুবিলি হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক আবু তাহের, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য মুমিনুল ইসলামকে তিন মাসের জন্য প্রাথমিক সদস্য পদ স্থগিতকরণসহ সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, দেশ টিভি ও দৈনিক করতোয়ার জয়পুরহাট প্রতিনিধি সাংবাদিক মোস্তাকিম ফাররোখকে লাঞ্ছিত করার ঘটনায় দলের শৃঙ্খলা ভঙ্গ এবং ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় জেলা কমিটি সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্রের ১৭ ধারার (খ) আলোকে এ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
গত ১২ আগস্ট (বুধবার) রাত ৮টার দিকে সাংবাদিক মোস্তাকিম ফাররোখ পেশাগত কাজের জন্য বাড়ি থেকে বের হন। এ সময় পথে বৈরাগীর মোড়ে অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতাদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে অপহরণ করে নতুন হাট এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন ছাত্রলীগ নেতারা। এ সময় সাংবাদিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় সাংবাদিক মোস্তাকিম ফাররোখ বাদী হয়ে পরের দিন (১৩ আগস্ট) জয়পুরহাট সদর থানায় অভিযুক্তদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
আরএ