ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লতিফের শূন্য আসনে প্রার্থী দেবে কৃষক-শ্রমিক-জনতা লীগ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
লতিফের শূন্য আসনে প্রার্থী দেবে কৃষক-শ্রমিক-জনতা লীগ ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লতিফ সিদ্দিকীর পদত্যাগে শূন্য হয়ে পড়া টাঙ্গাইল-৪(কালিহাতী)আসনের উপনির্বাচনে অংশ নেবে বড় ভাই কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগ।

শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ ঘোষণা দেন কৃষক-শ্রমিক-জনতা লীগের চেয়ারম্যান কাদের সিদ্দিকী।

তবে নির্বাচনে তার নিজের অংশ নেয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

এ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, বর্তমান সরকারের অধীনে নয় কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেবে।

জাতীয় নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচনে জালিয়াতির কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে উপনির্বাচনেও কি হয় তা জনগণকে দেখাতেই নির্বাচনে অংশ নেবেন তারা। তবে তিনি আশা করছেন নিজেদের দুর্নাম ঘোচানোর জন্য হলেও সরকার এই উপনির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করবে।

এছাড়া অসংগতিপূর্ণ বেতন স্কেল ঘোষণা এবং শেয়ারবাজারের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে, কিন্তু বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। আকাশপাতাল বৈষম্যের বেতন বৃদ্ধির ফলে লাখ লাখ বেসরকারি চাকরিজীবী দুর্ভোগে পড়বেন বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষা কোনো ব্যবসা নয় উল্লেখ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

এ সময় সদ্য ‍প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় সভায়।

কৃষক-শ্রমিক-জনতা লীগ আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন, কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সেক্রেটারি হাবিবুর রহমান তালুকদার খোকন, বীর প্রতীক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।