ঢাকা: ‘রুখো সাম্রাজ্যবাদ-মৌলবাদ-শিক্ষাবাণিজ্য-ধ্বংস প্রলয়, চেতনার আকালে আবাদ করো নতুন সূর্যোদয়’- এ স্লোগান ধারণ করে শিক্ষার অধিকার আদায়ের পথিকৃৎ, ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৭তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার থেকে (১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে।
উদ্বোধনী অধিবেশন শেষে একটি র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এসে শেষ হবে।
এরপর বিকেল ৪টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সোম ও মঙ্গলবার (১৪ ও ১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে সংগঠনের কাউন্সিল অধিবেশন।
এ উপলক্ষে এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক ও সাধারণ সম্পাদক লাকী আক্তার বলেছেন, আজকের বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষাকে ধ্বংসের চক্রান্ত আমরা দেখছি। ব্রিটিশ বেনিয়া শাসকগোষ্ঠীর শিক্ষা দর্শন, পাকিস্তানি শাসকদের শিক্ষা দর্শন ও বর্তমান বাংলাদেশের শাসকগোষ্ঠীর শিক্ষা দর্শন এক।
সম্মেলন সফল করতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়ে নেতারা আরও বলেন, এই বিবর্ণ চিত্র থেকে রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ-বৈষম্যহীন, জনগণের মালিকানার রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে অবতীর্ণ হওয়ার এখনই সময়। মৌলবাদ-সাম্রাজ্যবাদী শক্তিকে রুখে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঝাঁপিয়ে পড়ার এটাই সময়।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসকে/এএ