রাঙামাটি: রাঙামাটির কাউখালীতে চাঁদাবাজি করার সময় ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) উপজেলা সভাপতিসহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনী।
আটকরা হলেন, পিসিপি কাউখালী উপজেলা সভাপতি কংচিংপ্রু মারমা (২০) ও সদস্য ক্যচিংঅং মারমা (২২)।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে চাঁদা আদায় করার সময় স্থানীয়রা দু’জনকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয়।
পরে তাদের পুলিশে সোপর্দ করে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে আড়াইশ টাকাসহ চাঁদা আদায়ের রশিদ বই ও ২টি মোবাইল সেট জব্দ করা হয়।
আটক পিসিপির সভাপতি কংচিংপ্রু মারমা জানান, ১৭ নভেম্বর শিক্ষা সংক্রান্ত পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে শুধুমাত্র পাহাড়ি শিক্ষার্থীদের কাছ থেকে এ চাঁদা তোলা হচ্ছিল। কারো কাছ থেকে জোর করে কোনো টাকা আদায় করা হয়নি বলে তিনি জানান।
কাউখালী থানার উপ পরিদর্শক (এসএই) জোযৎসু চাকমা যশ বাংলানিউজকে জানান, আটক দু’জনই চাঁদাবাজির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসএইচ