খুলনা: দীর্ঘ সাত বছর পর রোববার সন্ধ্যায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ খুলনায় এসেছেন। খুলনা সার্কিট হাউসে রাত্রি যাপন করছেন তিনি।
জাপা চেয়ারম্যান সর্বশেষ খুলনায় এসেছিলেন ২০০৮ সালের শেষের দিকে, জাতীয় সংসদ নির্বাচনের আগে।
দৌলতপুর থানা জাপা’র সদস্য সচিব ইস্রাফিল মোল্যা জানান, সন্ধ্যায় জাপা চেয়ারম্যানকে খুলনা সীমানায় অভ্যর্থনা জানান, জেলা ও মহানগর জাপা নেতারা। চেয়ারম্যানের গাড়ি বহর খুলনা সার্কিট হাউসে পৌঁছালে রাত ৮টায় দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিতব্য দলের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেবেন হুসেইন মুহম্মদ এরশাদ।
২০০৯ সালের ২০ অক্টোবর জেলা জাপার সম্মেলনে শফিকুল ইসলাম মধুকে সভাপতি ও এম হাদিউজ্জামানকে সাধারণ সম্পাদক করে জেলা জাপার কমিটি গঠন করা হয়।
এদিকে, জেলা জাপার সম্মেলনকে ঘিরে সভাপতি পদে কোনও প্রতিদ্বন্দিতা না থাকলেও সেক্রেটারি পদ নিয়ে চলছে দ্বিমুখী লড়াই। সম্মেলন ঘিরে খুলনায় জাপা নেতা-কর্মীদের মাঝে উৎসব বিরাজ করছে। মহানগরীর ডাক বাংলায় অবস্থিত দলীয় কার্যালয়ে চলছে নেতা-কর্মীদের আনাগোনা।
দলীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় শহীদ হাদিস পার্কে জেলা জাপার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
এ সময় আরো উপস্থিত থাকবেন- জাপার মহাসচিব সংসদ সদস্য জিয়া উদ্দীন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য আলহাজ সাহিদুর রহমান, তাজ রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, জেলা জাপার সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সুনীল শুভ রায়, জেলা জাপার সাবেক সভাপতি শফিকুল ইসলাম মধু প্রমুখ।
এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমআরএম/এসইউ