ঢাকা: যশোরে ছাত্রদল নেতাকে গ্রেফতার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেক ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, জেলগেট থেকে পুনরায় গ্রেফতার আইনের শাসনের একটি খারাপ একটি চর্চা। যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো নাগরিকের সঙ্গে এধরনের আচরণ কাম্যও নয়।
‘আর বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠন কর্তৃক বিরোধী মতাদর্শের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চরম অসভ্যতা,’ বলেও মন্তব্য করেন ছাত্রদল নেতারা।
বিজ্ঞপ্তিতে ছাত্রদল দাবি করে, দীর্ঘ ৮মাস কারা ভোগের পর সম্প্রতি মুক্তি পান যশোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা আমির ফয়সাল। কিন্তু ওইদিনই জেলগেট থেকে তাকে ফের গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায় নি।
এদিকে সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল চৌধুরী সোহেলকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টাম সেপ্টেম্বর ১৪, ২০১৫
পিআর/এমএ/