ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘পৌর নির্বাচনে ভোট কারচুপির ষড়যন্ত্র করছে আ.লীগ’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
‘পৌর নির্বাচনে ভোট কারচুপির ষড়যন্ত্র করছে আ.লীগ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ভোট কারচুপির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের (বিএনপিপন্থি) সম্মেলন তিনি এ অভিযোগ করেন।



অনুষ্ঠানের প্রধান অতিথি খালেদা জিয়া বলেন, ‘বিএনপি অংশ নিয়েছে বলেই পৌরসভা নির্বাচনে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ভোট কারচুপির ষড়যন্ত্র করছে। ’

‘ভোট কেন্দ্রে যাতে কারচুপি ও জাল ভোট দিতে পারে সেজন্য কেন্দ্রে স‍াংবাদিকদের যেতে না দেওয়ার চক্রান্ত করছে সরকার। ’

এই ‘অবৈধ’ সরকার তৃতীয়বারের মতো ভোট কারচুপির ষড়যন্ত্রে মেতে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি।

খালেদা জিয়া বলেন, ‘পৌরসভা নির্বাচন নিয়ে আওয়‍ামী লীগ সম্প্রতি একটি মনগড়া জরিপ প্রকাশ করেছে। কিন্তু সত্যিকারের জরিপ আমি জানি। তারা (আওয়ামী লীগ) হেরে যাবে-নিশ্চিত জেনেই এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হলে, মানুষ যদি ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে বিএনপি ৮০ শতাংশ ভোট পাবে। ’

সরকার ভোট কেন্দ্রে যেতে না দিলেও নির্বাচনের সঠিক চিত্র তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান বিএনপি প্রধান।

তিনি বলেন, ‘প্রশাসনের লোকজনের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। তারা দেশের জন্য কাজ করছে, আগামীতেও করবেন। কিন্তু আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে-বিএনপি ক্ষমতায় গেলে তাদের চাকরি চলে যাবে; কারও চাকরি যাবে না। ’

বিএনপিপন্থি সাংবাদিকদের বিভাজন সৃষ্টিকারীদের ‘বেঈমান’ আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেন, ‘এরা বেঈমান, এদের পরিণতি কখনও ভালো হবে না। আমি কখনও বেঈমানদের সঙ্গে হাত মেলাইনি, ভবিষ্যতেও মেলাবো না।

বিএনপিপন্থি হিসেবে পরিচিত বিএফইউজে-এর এই অংশের নেতৃত্বে আছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ।

তবে সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ।
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক রুহুল আমিন গাজী, এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের সভাপতি আবদুল হাই সিকদার, সাধারণ সম্প‍াদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এমএ

** ফেসবুক বন্ধ ও অনলাইন নীতিমালা নিয়ে খালেদার ক্ষোভ
** বিএফইউজে একাংশের সম্মেলনে খালেদা
** বিএনপিপন্থি বিএফইউজের একাংশের সম্মেলনে থাকছেন খালেদা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।