ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধুনট উপজেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
ধুনট উপজেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার মো. আলী জন

ধুনট (বগুড়া): আসন্ন পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে গণসংযোগকালে বগুড়ার ধুনট উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলী জনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে উত্তর অফিসারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. আলী জন ধুনট উপজেলার সরুগ্রামের মশিউর রহমান ওরফে লাল মিয়ার ছেলে।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার বাংলানিউজকে জানান, ছাত্রদল নেতা মোহাম্মাদ আলী জনের বিরুদ্ধে বগুড়া আদালত একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়া আসন্ন পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।