চাঁদপুর: চাঁদপুর শহরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ চলাকালে দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ, দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনায় আটক ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন- ফোরকান আহম্মেদ শায়েন (৩০), আনোয়ার হোসেন (২৯), ফরহাদ (২৭), মামুন (২৪), মহীসন (১৮), রনি চন্দ্র দাস (২৭), ফয়েজ (১৯), হানিফ (৩৩), রাহুতুল আশেকিন প্রকাশ প্রিন্স (৩৩), নয়ন (৩১), মাইনুল (৩২), মাহবুবুর রহমান (৩২), জুম্মন বেপারী রাজু (৩০) ও মোহন দেওয়ান (২৫)।
মডেল থানা পুলিশ জানায়, ৩১ ডিসেম্বর রাতে আধিপত্য বিস্তার নিয়ে শহরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে শহরের শতাধিক দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মডেল থানা পুলিশ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করে। পরে, ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০/৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
এ মামলায় আটক ১৪ জনকে বিকেলে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ, দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনায় মামলা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
এমজেড