ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

সিংগাইরে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
সিংগাইরে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে।

বৃহস্পতিবার(০৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার নয়টি ওয়ার্ডে একটানা ভোটগ্রহণ চলে।



সিংগাইর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী রয়েছেন ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন এবং নারী কাউন্সিলর পদে ৭ জন।

সকালে পৌরসভার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে পুলিশ দুই যুবককে আটক করে।

সিংগাইর পৌরসভা রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুই/একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।