ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১০ জানুয়ারি) সকালে শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেট মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন পৌর আওয়ামী লীগ, ওয়ার্ড সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



এসময় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান।

এতে উপস্থিত ছিলেন যুব মহিলালীগের নেত্রী অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা ও আমিরুল মোমেনিন বাবুসহ আরও অনেকে।

সমাবেশে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ও সব যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।