ঠাকুরগাঁও: কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই ঠাকুরগাঁও পৌরসভার স্থগিত হওয়া তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল সোয়া ৪টা থেকে তিনটি কেন্দ্রর ফলাফল গণনা শুরু হয়।
কেন্দ্র তিনটি হলো, ঠাকুরগাঁও সদর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পলিটেকনিক ইনস্টিটিউট ও গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫ নম্বর ওয়ার্ডের ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের পুরুষ কেন্দ্র।
এখানে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৩৭৭। ভোট পড়েছে শতকরা প্রায় ৬৫ ভাগ।
এ পৌরসভার ২১টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮টির ফলাফলে ৪ হাজার ৬৭৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৩২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী তহমিনা আখতার মোল্লা পেয়েছেন ১১ হাজার ৬৫১ ভোট।
ঠাকুরগাঁও পৌরসভার রিটার্নিং অফিসার আফম ফজলে রাব্বি বলেন, সুষ্ঠুভাবে তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা চলছে। গণনা শেষ হলেই ফলাফল ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসএইচ