ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

পুরাতন নেতৃত্বে দিনাজপুর জাপার নতুন কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
পুরাতন নেতৃত্বে দিনাজপুর জাপার নতুন কমিটি

দিনাজপুর: পুরাতন নেতৃত্ব বহাল রেখেই দিনাজপুর জেলা জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরে জেলা জাপার সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করেন জাপার প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের।



শহরের লোকভবন হলরুমে আয়োজিত সম্মেলন শেষে বর্তমান জেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেলকে একই পদে পুনর্নির্বাচিত ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন, সারাদেশের গ্রামে গ্রামে মাদকের কালো ছায়া ছড়িয়ে দিয়েছে বর্তমান সরকার। বর্তমানে দেশে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দল দুঃসময় পার করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ-বিএনপির অত্যাচার থেকে রক্ষা পেতে জনগণ জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করছে। তারা আগামীতে দেশ পরিচালনায় জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

জেলা জাপার সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ শওকত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২102 ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।