ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

‘অবিশ্বাসের অবস্থান থেকে গণতন্ত্রের ফুল ফোটানো যাবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, জানুয়ারি ১৫, ২০১৬
‘অবিশ্বাসের অবস্থান থেকে গণতন্ত্রের ফুল ফোটানো যাবে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবিশ্বাসের অবস্থান থেকে গণতন্ত্রের ফুল ফোটানো যাবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, সকলকে ধারণ করে গণতন্ত্র বিকাশ ও প্রস্ফুটন ঘটাতে হবে।



শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত ঢাকেশ্বরী মন্দিরে পরিবার দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত। এর আগে, সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে মন্দির প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে পরিবার দিবসের কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

সংখ্যালঘুদের জমি দখল রোধ করতে অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমকে উদ্দেশ্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘তোমাকে ডাকবে কেন তারা? তুমি যদি এই এলাকার এমপি হও, তাহলে তুমিই তাদের ডেকে নিয়ে বসবে। এখানে বসো আর তোমার বাড়িতে বসো, এক জায়গায় বসো। এসি ল্যান্ডকে ডাকো। সিএস রেকর্ডে কয় একর আছিলো, আর এখন কয় একর আছে দেখো। ’

তিনি বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে সংখ্যালঘুরা। ৫৪ থেকে স্বাধীনতা পর্যন্ত সব আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ করেছে সংখ্যালঘুরা। ’

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমি এই দেশে জন্মেছি এই দেশেই থাকবো। আপনাদের বাপ দাদা যেভাবে এই দেশে জন্মেছে সেইভাবে আমাদেরও বাপ দাদা এই দেশে জন্মেছে। ’

বক্তব্যে প্রশ্ন ছুঁড়ে সুরঞ্জিত বলেন, ‘সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব থাকবে না, ক্ষমতায়ন থাকবে না, তাহলে এই গণতন্ত্র ধরে রাখা যাবে না। তাহলে আপনাদের আর বিএনপির মধ্যে পার্থক্য কী, তাহলে আপনাদের আর মুসলিম লীগের মধ্যে বেশ-কম কী?’

বাংলাদেশ সময়:  ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।