ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

রাজনীতি

খালেদা কখনোই স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
খালেদা কখনোই স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন না জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখনোই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেছেন, খালেদা জিয়া কখনো মুক্তিযুদ্ধের পক্ষেও ছিলেন না, আর হবেনও না।

তিনি তার এই অবস্থান থেকে এক ইঞ্চিও সরে দাঁড়াবেন না। তাই তিনি স্বাধীনতা, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চান। এমনকি জাতির জনক বঙ্গবন্ধুকে বিতর্কিত করতে চান, পুরো দেশকে বিতর্কিত করতে চান।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন সৈয়দ আশরাফ।

আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে খালেদা জিয়া এবং তার দল। মিথ্যা একশ’ বার, এক হাজারবার বলা যায়। তবে মিথ্যা কখনও সত্য হবে না।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।