ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ওস্তাদ মনসুর সরকারের মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ওস্তাদ মনসুর সরকারের মৃত্যুতে খালেদার শোক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: বাংলাদেশ বেতারের স্বনামধন্য বংশীবাদক ওস্তাদ মনসুর সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (২৭ জানুয়ারি) দলের যুগ্ম-মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।



খালেদা জিয়া বলেন, অসাধারণ দরদী সুরের বংশীবাদক ওস্তাদ মনসুর সরকারের মৃত্যুতে দেশের সংগীতপ্রিয় মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশের সংগীতাঙ্গনে মনসুর সরকার ছিলেন চির উজ্জল জ্যোতিষ্ক। অনন্য গুণী এই শিল্পী তার বাঁশির সুরের যাদুকরী মূর্ছনায় সকলকে মোহিত রাখতেন। এই জীবনশিল্পীর পরলোকগমনে বাংলাদেশের সংগীতাঙ্গনে এক গভীর শোকের সৃষ্টি হলো।

বিএনপি চেয়ারপারসন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের সদস্য, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, নিকটজন, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

পৃথক এক বার্তায় ওস্তাদ মনসুর সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

মরহুম ওস্তাদ মনসুর সরকার দেশের প্রখ্যাত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের বাবা।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।